* বিয়ে করার সহজ পদ্বতি * * (Blog)

* বিয়ে করার সহজ পদ্বতি * * (Blog)

“মুন ম্যারেজ মিডিয়া”

* বিয়ে করার সহজ পদ্বতি * *

আমার আত্মীয় – স্বজন , বন্ধু- বান্ধব কিংবা অনেক শুভাকাংখীরা বিয়ে করতে গিয়ে বড় বিপদে আছেন । কোন একটি ঠিক মনে হলে অন্যটি বেঠিক হয়ে যায় । আমি আমার ধারণা থেকে এসবের একটি নিরসন তুলে ধরতে চাই । তা’হলো নিম্নরূপ :

১. আপনি কি বিয়ের জন্য মানসিক ও শারিরীকভাবে প্রস্তুত ?

২. স্ত্রীর ভরণ- পোষণ ও একটি বড় ঘর আছে তো আপনার ?

৩. আপনি কি স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন ?

৪. মোহরানা আদায় করার মতো সামর্থ, প্রস্তুতি ও বিশ্বাস রাখেন তো ? তা’ হলে ….

১. নিজের বংশ পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার তুলনায় নিম্ন মানের একজন মহিলার খোঁজ করুন ।

২. নামাজী ও পর্দাশীল মহিলা কালো হলেও বিয়ে করুন ।

৩. নামাজীও হতে হবে আবার সুন্দরীও হতে হবে , এ জাতীয় চিন্তা- ভাবনা থাকলে তবে unlimited time অপেক্ষা করার মানসিকতা তৈরী করুন । এমতাবস্হায় আপনার কপালে বিয়ে থাকতেও পারে আবার বিপরীতও হতে পারে ।

৪. জ্ঞানী লোকের সহযোগীতা নিন ।

৫. আকারে/ ইকারে উপঢৌকনের নামে যৌতুক নেয়ার খেয়াল থেকে সরে আসুন । মেয়ে কালো , আর তাই বলে যৌতুক দিতে হবে । মা- বাবা কিংবা শুভাকাঙখীদের এ ধরণের প্ররোচনা মোটেই স্হান দেবেন না । মা- বাবা অন্যায় করতে হুকুম করলে তা, মানা যাবেনা ।

৬. গরীব/ অসহায় পরিবারের মেয়ে বিয়ে করার মানসিকতা জাগ্রত করুন । সুখী হবেন এবং আপনার বিয়েটা তাড়াতাড়ি হবে ।

৭. আপনার চেয়ে সিনিয়র পরিবারের পেছনে দৌড়া দৌড়ি করবেন । বিয়ের জন্য ২০/৩০ বছর অপেক্ষা করতে হতেও পারে ।

৮. সবসময় বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নিন ।

৯. ইস্তিখারা করুন এবং আল্লাহর সাহায্য নিন ।

১০. অধিক হারে মেয়ে দেখাদেখি করবেন না । নচেৎ ঠকবেন । এবার চেষ্টা করুন ।

“মুন ম্যারেজ মিডিয়া”

HELP LINE :
01721495553

1,654 thoughts on “* বিয়ে করার সহজ পদ্বতি * * (Blog)

  1. A starting dose of 25 mg should be considered in patients with any degree of hepatic impairment see DOSAGE AND ADMINISTRATION and CLINICAL PHARMACOLOGY buy cialis Once ingested, sildenafil lasts up to 4-5 hours

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *